kalerkantho


যে ভিডিও গেমটি একসময় পর্ন হিসেবে ব্যবহৃত হতো

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৫:৫৩যে ভিডিও গেমটি একসময় পর্ন হিসেবে ব্যবহৃত হতো

এই ইন্টারনেট যুগের আগেও একটা যুগ ছিল। সে যুগেও বিকৃত রুচির মানুষ ছিল। তারা পর্ন কন্টেন্ট ছেপে বা তৈরি করে বাজারে ছাড়ত। টিনএজরা বহুকষ্টে লুকিয়ে চুরিয়ে পর্ন দেখত। কিন্তু আজকের মত এত ভয়াবহ অবস্থা ছিল না।

তখন আজকের মত স্মার্টফোন-কম্পিউটার গেমের রমরমা ছিল না। বিনোদনের মাধ্যম বলতে ছিল একটি ইরোটিক ভিডিও গেম! যা ৯০-এর দশকের টিনএজারদের কাছে ছিল ‘হট কেক’। ১৯৮৬ সালের টিনএজারদের কাছে জনপ্রিয় একটি ভিডিও গেম ছিল ‘ম্যাকপ্লেমেট’(macplaymate)।

এই ভিডিও গেমটি অ্যাপেল ম্যাকিনটশ-এর সাদা-কালো প্যালেট-এ চালানো যেত। গেমটির মুখ্য ভূমিকায় ছিল একজন ‘পিক্সেলেটেড’ মহিলা, যার নাম ‘ম্যাক্সিনি’ যাকে যৌন তৃপ্তি দেওয়াই ছিল খেলাটির বিষয়। এইটুকু উত্তেজনাই ছিল সেই সময়ের টিনএজারদের কাছে অনেক কিছু।


মন্তব্য