kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


অল্প বয়সে ব্রণ হওয়া ভাল!

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৫:১০অল্প বয়সে ব্রণ হওয়া ভাল!

ব্রণ নিয়ে টিনএজদের চিন্তার অন্ত নেই। মুখে ব্রণ উঠলে দেখতে বিশ্রী লাগে।

সেইসঙ্গে ব্যাথা তো আছেই। অনেকেই মনে করেন, ব্রণের দাগ ব্যক্তিত্ব কমিয়ে দেয়। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে অল্পবয়সে ব্রণ হওয়া ভবিষ্যতের জন্য খুবই ভাল!

গবেষণা বলছে, অল্প বয়সে ব্রণ হলে তার সুফল মিলবে বয়সকালে। ব্রণ হলে পরবর্তীকালে মুখে বয়সের ছাপ দেরিতে পড়বে বলে দাবি করেছে এই গবেষণা। এমনকী ত্বকে বয়সের ভাঁজ পড়বে দেরিতে। এই গবেষণা করেছে লন্ডনের কিংগস কলেজের বিজ্ঞানীরা। গবেষকদের বক্তব্য, যে চামড়ায় ব্রণ হয়েছে সেই চামড়ার কোষ বয়সের ছাপের সঙ্গে বেশি লড়াই করতে পারে।

গবেষকদের বক্তব্য, ক্রোমোজোমের মধ্যে যে টেলোমেয়ার থাকে তা কোষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এর ফলে তৈরি হয় মৃত কোষ যা চামড়ায় ভাঁজ ফেলে। গবেষকদের বক্তব্য, যে চামড়ায় ব্রণ হয় সেখানে শরীরের অন্য অংশের তুলনায় টেলোমেয়ারের দৈর্ঘ্য বেশি হয়।

এই কারণেই নাকি কম বয়সে যাদের ব্রণের সমস্যা হয় তাদের বয়সের ছাপ দেরিতে পড়ে।


মন্তব্য