kalerkantho


নতুন ৫ পাউন্ডের প্লাস্টিক নোট প্রচলনে অভিনব দাতব্য প্রকল্প

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১২:৪৭নতুন ৫ পাউন্ডের প্লাস্টিক নোট প্রচলনে অভিনব দাতব্য প্রকল্প

সম্প্রতি ব্রিটেনে ৫ পাউন্ডের নতুন প্লাস্টিক নোটের প্রচলন করা হয়েছে। নোটটি বাজারে ছাড়ার পরপরই তা প্রচুর মনোযোগ আকর্ষণ করেছে।
অনেকে নোটটি চিবিয়ে দেখছেন। অনেক উৎসাহী বিজ্ঞানী আবার নোটটি সত্যিকার অর্থেই ওয়াশিং মেশিনে ধোয়া সম্ভব কিনা তাও পরীক্ষা করে দেখছেন।
কিন্তু উইনস্টন চার্চিলের ছবি সম্বলিত নতুন এই পলিমার নোটটি এখন যুক্তরাজ্যজুড়ে দাতব্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য অভিনব উপায়ে ব্যবহৃত হচ্ছে।
অনলাইনের একটি প্রচারণায় উৎসাহিত হয়ে প্রচুর সংখ্যক লোক তাদের হাতে আসা প্রথম পাঁচ পাউন্ডের নোটটি কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন।
জন থম্পসন নামের এক লোক সর্বপ্রথম এই ধারণাটি টু্‌ইটারে এক টুইট বার্তায় উপস্থাপন করেন।
তিনি ২ হাজার মানুষের ভোট পাওয়া একটি জরিপের ফলাফল উপস্থাপন করেন। জরিপে লোককে জিজ্ঞেস করা হয়েছিল তারা তাদের হাতে আসা প্রথম পাঁচ পাউন্ডের নোটটি কোনো একটি ভালো উদ্দেশ্যে দান করতে চান কিনা।
এতে তিনি #ফার্স্টফাইভার এবং #ফাইভারগিভার এই দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেন। লোকে খুশি মনে এর প্রতি সায় দেন। এরপর লোকে তাদের হাতে আসা প্রথম পাঁচ পাউন্ডের নোটটি কোন দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন তাও টুইটারে ম্যাসেজ করে জানাতে থাকেন।
এমন কি দাতব্য প্রতিষ্ঠানগুলো নিজেরাও ধারণাটি কাজে লাগিয়ে তহবিল সংগ্রহে নামেন।
সূত্র: দ্য হাফিংটন পোস্ট


মন্তব্য