kalerkantho


চীনে প্রকৃতি উপভোগের জন্য স্বচ্ছ টয়লেট

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১৮:১০চীনে প্রকৃতি উপভোগের জন্য স্বচ্ছ টয়লেট

চারপাশে অপরূপ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। তবে এ কাজটি নিশ্চয়ই টয়লেটে বসে করতে ভালো লাগবে না।

তবের চীনের কিছু পর্যটন কর্তৃপক্ষ সেই কাজটিও করতে চলেছে। পর্যটকরা টয়লেটের কাজ সারতে সারতেই প্রকৃতি দেখতে পারবেন। আর এ কারণে স্বচ্ছ টয়লেটের ব্যবস্থা করছে তারা।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, কেউ যদি হুনানের শাইয়ান লেকে বেড়াতে যান, তবে এ সুবিধা মিলবে। কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, কাচের বাথরুম তৈরি করা হয়েছে। সেন্ট্রাল চীনের হুনান প্রদেশে এ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রবেশ করলে মনে হয়, খোলা প্রকৃতির মাঝেই কাজটি সারা হচ্ছে।

এ ব্যবস্থার মাধ্যমে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়েও পর্যটকরা ঠিক প্রকৃতির মাঝেই থাকবেন বলে মনে করছে কর্তৃপক্ষ। এই রেস্টরুমগুলোতে নারী-পুরুষের অংশ একটা ঘোলা কাচের দেয়াল দিয়ে কেবল আলাদা করা হয়েছে।

বর্তমানে লেকটি বসন্তের দারুণ ঘোরার স্থান হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের চাংশা কাউন্টিতে এই লেকটি জনপ্রিয় ভ্রমণ স্থানের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

অনেক পর্যটকের কাছে বিষয়টি কতটা অস্বস্তিকর হয়ে উঠবে তা শিগগিরই বোঝা যাবে। তবে কর্তৃপক্ষ মনে করছে, এটা অন্যরকম এক ব্যবস্থা হয়ে উঠবে। তা ছাড়া রোমাঞ্চকরও বটে।

২০১৪ সালে বার্লিনে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। স্বচ্ছ বাথরুম বসানো হয় রাস্তার পাশে। সূত্র : ফক্স নিউজ

 


মন্তব্য