kalerkantho


মঙ্গোলিয়ার মরুভূমিতে ডাইনোসরের পায়ের ছাপ!

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৮:৩০মঙ্গোলিয়ার মরুভূমিতে ডাইনোসরের পায়ের ছাপ!

মঙ্গেলিয়ার মরুভূমিতে সম্প্রতি আবিস্কৃত হয়েছে একটি বিশালকার ডাইনোসরের পায়ের ছাপ। শুক্রবার জাপান ও মঙ্গোলিয়ার এক যৌথ অভিযানে গোবি মরুভূমিতে এই পায়ের ছাপের সন্ধান পাওয়া যায়।

ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পায়ের ছাপটির দৈর্ঘ্য ১০৬ সেন্টিমিটার এবং প্রস্থ ৭৭ সেন্টিমিটার। প্রাথমিকভাবে গবেষকরা মনে করছেন, এই পায়ের ছাপ টাইটানোসরের। প্রায় ৭ কোটি বছর আগে এই দৈত্যাকার প্রাণী বিলুপ্ত হয়। দীর্ঘকায় ঘাড়ের টাইটানোসর লম্বায় প্রায় ২০ মিটার ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যে পায়ের ছাপের সন্ধান মিলেছে, তাতে থাবার চিহ্ন স্পষ্ট। নতুন কোনো তথ্য পাওয়ার আশায় সেই পায়ের ছাপটি নিয়ে এখন গবেষণায় মগ্ন বিজ্ঞানীরা।


মন্তব্য