kalerkantho


হঠাৎ করেই রেস্টুরেন্ট ওবামা দম্পতি, যা খেলেন তারা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০৪হঠাৎ করেই রেস্টুরেন্ট ওবামা দম্পতি, যা খেলেন তারা

ছবি : কসমির বুরাটা

গত সোমবার 'কসমি'তে হঠাৎ করেই ডিনার করতে গেলেন বারাক ওবামা। তার এ সফরে সবাই হতবাক। রেস্টুরেন্টের মালিক, ম্যানেজার বা ওয়েটাররা পর্যন্ত হচকিত হয়ে যান।

বারাক ওবামা এবং মিশেল ওবামা যখন কোথাও খেতে যান, তখন আগে থেকেই তা জানিয়ে রাখেন না। হয়তো যাওয়ার কিছুক্ষণ আগে জানান দেন। এমননি রিজার্ভও করেন ছদ্মনামে।

নিউ ইয়র্কের ফ্লাটিরন ডিস্ট্রিক্টের একটি কেতাদুরস্ত ম্যাক্সিকান রেস্টুরেন্ট কসমি। ওবামা যখন সেখানে যান, তখন সেই রেস্টুরেন্টে ছিলেন এমিলি কন। তিনি ওবামার সঙ্গে দেখা করতে চান। হাতের পার্স পরীক্ষা করে নেন নিরাপত্তাকর্মীরা।

সেখানে উপস্থিত এক সিক্রেট সার্ভিস অফিসারের সঙ্গে কথা বলেন এমিলি। জানান, অধিকাংশ রেস্টুরেন্ট জানেই না ওবামা কখন সেখানে খেতে যাবেন।

কসমিতে মিশেল ওবামা এবং বারাক ওবামা একটি প্রাইবেট ডাইনিংয়ে দরজা বন্ধ করে বসেছিলেন। তাদের খাওয়া দেখেননি কেউ। তবে খাওয়া শেষ করে তাদের বেরিয়ে যেতে দেখেছেন অনেকে।

রেস্টুরেন্টের সামনের দরজা দিয়ে বের হন প্রেসিডেন্ট। সেখানে অপেক্ষায় ছিল তাদের আর্মার্ড লিমুজিন 'দ্য বিস্ট'। এটা রেস্টুরেন্টের বাইরেই পার্কিং করা ছিল।

পরে জানা যায়, ওবামা দম্পতি সেখানে রেস্টুরেন্টের সাধারণ মেনু থেকেই খাবার বেছে নেন। তারা খেয়েছেন কসমির নামকরা ডাক কার্নিটাস এবং বুরাটা। সূত্র : বিজনেস ইনসাইডার

 


মন্তব্য