kalerkantho


কুকুরকে আটটি আইফোন ৭ উপহার!

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫১কুকুরকে আটটি আইফোন ৭ উপহার!

বাজারে আসার পরই যথারীতি সামর্থবানদের  জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে আইফোন ৭। ফোনটি এতটাই দামী যে শখ থাকলেও কেনার ক্ষমতা নেই বেশিরভাগ মানুষের। আবার অনেকেই জমানো টাকা দিয়ে, কেউ  কিস্তির সুবিধা গ্রহণ করে ফোনটি মুঠোবন্দী করছেন। কিন্তু এই ভদ্রলোকের ব্যাপার স্যাপারই আলাদা। শুধু বড়লোকই নন। মনটাও অনেক বড়। তা না হলে কেউ নিজের কুকুরকে কেউ আইফোন ৭ গিফট করে!

চীনা বিলিয়নেয়ার ওয়াং জিয়াংলিনের ছেলে ওয়াং সিকং। তার পোষা আলাস্কান প্রজাতির কুকুর কোকোর জন্য এই উপহার কিনেছেন তিনি। সেই ভাগ্যবান কুকুর বর্তমানে আটখানা আইফোন ৭এস এর গর্বিত মালিক।  রয়েছে ব্ল্যাক আর রোজ গোল্ড দুটোই। তবে কোকো এগুলো নিয়ে কি করবে সেটাই প্রশ্ন। এগুলো সে কামড়াবে না চাটবে না খেয়ে ফেলবে তা নিয়ে চলছে রসালো আলোচনা। সেই কুকুরের নামে একটি সোশ্যাল অ্যাকাউন্টও আছে। সেখানে আইফোন ৭ সহ তার ছবিও পাওয়া গেছে।

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও দামি দামি গিফট দেওয়া হয়েছে কোকোকে। ২০১৫ সালে কোকোকে দেখা গিয়েছিল দুটি অ্যাপল ওয়াচ পরা অবস্থায়। যেগুলোর দাম ছিল প্রায় ৩৭,০০০ ডলার।


মন্তব্য