kalerkantho


আন্তর্জাতিক শান্তি দিবস আজ

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২৬আন্তর্জাতিক শান্তি দিবস আজ

আজ ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্বের শান্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের "তৃতীয় মঙ্গলবার" জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত বিশ্বের সকল দেশ ও সংগঠন কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ  বিকেল ৩টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি ও বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে জাতীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন।

 


মন্তব্য