kalerkantho


ভ্যান গঘের মনোরোগ বিষয়ে বিজ্ঞানীদের রহস্য উন্মোচন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৯ভ্যান গঘের মনোরোগ বিষয়ে বিজ্ঞানীদের রহস্য উন্মোচন

নানা মানসিক সমস্যায় জর্জরিত ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ। এ কথা সবাই কম-বেশি জানেন। ১৮৮৮ সালে তিনি এক চরম মানসিক অবস্থায় তার কান কেটে ফেলেন। এর দুই বছর বাদেই ১৮৯০ সালে আত্মহত্যা করেন বলে প্রমাণ মেলে। বর্তমানে এক দল বিজ্ঞানী তাদের গবেষণায় জানান, এই বিশ্বখ্যাত ডাচ শিল্পী জীবনের শেষ ১৮ মাসে বহু মানসিক সমস্যায় অস্থির হয়ে ছিলেন। এক প্রতিবেদনে এসব তথ্য দেয় বিবিসি।

ভ্যান গঘের এ অবস্থার জন্য বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া বা সিফিলিস দায়ী ছিল। বিজ্ঞানীদের দল আরো বেশি কিছু জানতে চাইছেন।

আমস্টারডাম সায়েন্টিফিক গেদারিংয়ের মডারেটর আর্কো অডেরওয়াল্ড বলেন, ১৮৮৮ সালের ২৩ ডিসেম্বরের আগেও পরিষ্কারভাবে বোঝা যায়নি যে তার কোনো মানসিক রোগ ছিল।

আমস্টারডাম আর্ট হিস্ট্রির এক প্রফেসরের মতে, ভ্যান গঁগের মানসিক অবস্থার বিশ্লেষণ নিয়ে ৩ ডজন আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে।

অডেরওয়াল্ড আরো বলেন, অ্যালকোহল থেকে বিষাক্ত কোনো বিক্রিয়ায় শিল্পীর এ অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘুমের অভাব, কাজের চাপ এবং রুমমেট গোগুইনের সঙ্গে নানা সমস্যার কারণে গঘের এ অবস্থা হয়। সূত্র : ফক্স নিউজ

 


মন্তব্য