kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রাক্তন প্রেমিকার দেওয়া উপহার রেখে আসতে পারেন এই মিউজিয়ামে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৭প্রাক্তন প্রেমিকার দেওয়া উপহার রেখে আসতে পারেন এই মিউজিয়ামে

গোছা গোছা চুলের নমুনা নিয়ে প্রর্দশনীর কথা শুনেছেন কখনও? বা প্রাক্তন প্রেমিকের উপহার দিয়ে সাজানো সংগ্রহশালা? মাটি খুঁড়ে তুলে আনা প্রাচীন কোনও যুগের শিল্পসৃষ্টির সংগ্রহ নয়, বিখ্যাত শিল্পীর আঁকা ছবিও নয়। দুনিয়া জুড়ে এমন কয়েকটি অদ্ভুত মিউজিয়াম রয়েছে যেখানে দেখা মেলে কুকুরের বকলশ থেকে নুডসলের কাপ।

গ্যালারিতে রয়েছে এ ধরনের অদ্ভূত কয়েকটি মিউজিয়ামের কথা।

* স্থাপত্যশিল্পী জেসন দিক্লেয়ার টেলরের উদ্যোগে শুরু হয় আন্ডারওয়াটার মিউজিয়াম। মেক্সিকোর কানকুনে সমুদ্রের তলায় রয়েছে ৯-২০ ফুট দৈর্ঘ্যের চারশো স্থাপত্য কীর্তি।

* তুরস্কের আভানসে একটি গুহায় দেওয়ালে গাঁথা রয়েছে সারি সারি চুলের নমুনা। এই হেয়ার মিউজিয়ামের আইডিয়া মৃৎশিল্পী চেজ গালিপের। অনেকের মতে, গালিপের বান্ধবী শহর ছাড়ার আগে তাঁকে স্মৃতিচিহ্ন হিসেবে একগোছা চুল দিয়ে যান। আবার অনেকে বলেন, এটি নিছক চমক মাত্র।

* কুকুরের বকলশের সংগ্রহশালা রয়েছে ইংল্যান্ডের কেন্টে। পাঁচ দশক ধরে বকলেশ সংগ্রহ করছেন শিক্ষাবিদ জন হান্ট ও তাঁর স্ত্রী গারত্রুদ। মধ্য যুগ থেকে শুরু করে ভিক্টোরীয় যুগের অংসখ্য বকলশ এখানে রয়েছ। বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভিড় জমান এই মিউজিয়ামে।

* প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি? সম্পর্ক পুরোপুরি ভেঙে গিয়েছে? আপনি একা নন, আরও অনেকেরই এই হাল হয়েছে। তার নমুনা দেখতে ঘুরে আসতে পারেন ক্রোয়েশিয়ার জাগ্রেবে এই মিউজিয়ামে। কারণ, ভাঙা সম্পর্কের নিদর্শন দিয়েই গড়ে উঠেছে এই সংগ্রহশালা। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার থেকে পাওয়া উপহার দর্শকরা এখানে দান করতে পারেন। নিশ্চিত থাকুন আপনার পরিচয় গোপনেই থাকবে।

* ম্যাসাচুসেটসের বস্টনে রয়েছে মিউজিয়াম অব ব্যাড আর্ট। ১৯৯৩-তে আবর্জনায় পড়ে থাকা একটি তৈলচিত্র দেখে প্রথম এই ধরনের মিউজিয়াম শুরু করার কথা ভাবেন অ্যান্টিক ডিলার স্কট উইলসন। এখনও পর্যন্ত এখানে প্রায় ছ’শো শিল্পসামগ্রী রয়েছে। এর কোনওটাই সমালোচক বা দর্শকের প্রশংসা পায়নি।

* জাপানের ইকোহামায় রয়েছে নুডলসের কাপের সংগ্রহশালা। বিশ্বের প্রথম র‌্যামেন নুডলসের কাহিনি জানা ছাড়াও এখানে পাওয়া যাবে সাড়ে তিন হাজার নুডলসের প্যাকেট। এই মিউজায়ামে ঘুরে বেড়ানো ছাড়াও তা চেখে দেখতে পারবেন দর্শকেরা।

* নয়াদিল্লিতে হয়েছে টয়লেটের সংগ্রহশালা। সুলভ আন্তর্জাতিক সংগ্রহশালায় টয়লেটের বিবর্তন থেকে শুরু করে তা নিয়ে লেখা কবিতার নমুনাও এখানে দেখা যাবে।


মন্তব্য