kalerkantho


ওয়াকারের-স্যান্ডউইচ ক্রিসপের ফ্লেভারে ব্রিটিশদের পাগলামি

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৫ওয়াকারের-স্যান্ডউইচ ক্রিসপের ফ্লেভারে ব্রিটিশদের পাগলামি

স্যান্ডউইচে অনুপ্রাণিত হয়ে ক্রিসপ বানিয়েছেন ওয়াকার্স। আর তাদের বানানো ক্রিসপ জাতিতে রীতিমতো দুই ভাগে ভাগ করে দিয়েছে। এ নিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন ব্রিটিশরা।

ভিন্ন ঘরানার ফ্লেভার এনেছে তারা বাজারে। রোস্ট চিকেন এবং মেয়োনিজ, সসেজ এবং ব্রাউন সব, হ্যাম অ্যান্ড মাস্টার্ড, চিজ টোস্টি এবং ওরসেস্টার সস, বেকন এবং টমেটো কেচাপ আর সব শেষে চিজ, কিউকাম্বার এবং সালাদ ক্রিমের ফ্লেভার।

কেউ বলছেন অপ্রচলিত এই ফ্লেভারগুলো ভিন্ন স্বাদ দেবে। আবার অনেকের মতে এগুলো রীতিমতো 'অসুস্থ' ফ্লেভার।

এই আগস্টেই ওয়াকার্স একজোট হয়েছে হেইঞ্জের সঙ্গে। তারপর এই ফ্লেভারের ক্রিসপ বাজারে আনে। তবে মাত্র ১১ সপ্তাহের জন্য বিশেষ প্যাকগুলো বাজারে পাওয়া যাবে।

পেপসিকো এর মার্কেটিং ডিরেক্টর থমাস বারকোল্ট জানান, ব্রিটিশ ক্রেতাদের কাছে স্যান্ডউইচ এবং স্ন্যাক্সের গুরুত্বের ভেতরে যেতেই এগুলো আনা হয়েছে। ব্রিটিশদের লাঞ্চের সময় ক্রিসপ ব্যাপক জনপ্রিয়। ক্রেতারা যদি প্রিয় ফ্লেভারগুলো ক্রিসপে পান তবে অবশ্যই পছন্দসই হবে।

একজন জানান, ফ্লেভারের মিশ্রণগুলো পুরোপুরি মনঃপুত হয়েছে। আবার অনেকের কাছে ওয়াকারের কেচাপ এবং ব্রাউন সসের সঙ্গে সসেজ মেশানোর বিষয়টি অদ্ভুত লেগেছে। ব্রিটিশ স্যান্ডউইচের জন্য এটি ভুল ফ্লেভার বলে অনেকের মত।

ওয়াকারের নতুন ক্রিসপগুলো নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে ব্রিটিশরা।
সূত্র : হাফিংটন পোস্ট

 


মন্তব্য