kalerkantho


এসিড হামলায় বেঁচে যাওয়া নারী যখন মডেল

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪০এসিড হামলায় বেঁচে যাওয়া নারী যখন মডেল

রেশমা কুরেশি, এসিড হামলায় বেঁচে যাওয়া এই নারী এখন একজন ক্যাম্পেইনার। তিনি ভিডিওতে সৌন্দর্য বিষয়ক নানা পরামর্শও দিয়ে থাকেন।

২০১৪ সালে রেশমার দুলাভাই তাঁর মুখে এসিড নিক্ষেপ করে। ওই ঘটনায় রেশমার মুখ ঝলসে যায় এবং একটি চোখও অন্ধ হয়ে যায় তাঁর। রেশমাসহ তার বোনকেও বিভিন্নভাবে হয়রানি করতো তাঁর দুলাভাই।

ওই এসিড হামলার ঘটনা রেশমার জীবনটাকে একদম বদলে দেয়। এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে তখন আত্মহত্যার চেষ্টাও করেন রেশমা। কিন্তু একটি দাতব্য সংস্থা রেশমাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। আর তাদের পরামর্শেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ওই সংস্থাটির বিভিন্ন প্রচারণার অন্যতম একটি মুখ এখন রেশমা কুরেশি।

ভারতে প্রকাশ্যে যে এসিড বিক্রি হয় তা বন্ধ করার জন্য প্রচারণা চালাচ্ছেন তিনি।

এবার নিউ ইয়র্ক ফ্যাশন উইকে অংশ নেওয়ার জন্য রেশমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি ফ্যাশন উইকে অংশও নিচ্ছেন।

রেশমা আশা করেন, এসিড হামলার শিকার অন্য মানুষেরা যেন সব ভুলে সামনে এগিয়ে যেতে পারেন সেই সাহস তিনি জোগাতে পারবেন।সূত্র: বিবিসি বাংলা


মন্তব্য