kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


ডুরেক্সের বেগুণ কাণ্ডে ভারতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৩ডুরেক্সের বেগুণ কাণ্ডে ভারতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!

মঙ্গলবার ভারতের কনডম প্রস্তুতকারক কম্পানি ডুরেক্স তাদের একটি নতুন ফ্লেভারের কনডমের ছবি প্রকাশ করে।    এই সোশ্যাল মিডিয়ামে ঘোষণা করা হয়, খুব শিগগিরিই বেগুন ফ্লেভারের কনডম আনতে চলেছে তারা৷ কনডমের প্যাকেটের একটি ছবিও পোস্ট করা হয় টুইটে৷

জেন ওয়াইয়ের কাছে শরীর আর কুণ্ঠাবোধের বিষয় নতুন৷ খোলামেলা সম্পর্কেই বিশ্বাসী আধুনিক প্রজন্ম৷ তবে এখনও বেশিরভাগ বিবাহিতদের মধ্যে কনডমের ব্যবহার নিয়ে অনীহা রয়েছে৷ এমন মানুষদের প্রেরণা জোগাতেই নতুন এই উপায় বের করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি৷ কিন্তু ভারতের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তুলকালাম কাণ্ড।

   

তবে সচেতন সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের মধ্যে বেশ তোলপাড় করে চলেছে ডুরেক্সের এই সাত সকালের ঘোষণা৷ আলোচনা-সমালোচনায় নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে বেগুন ফ্লেভারের কনডম৷ ঠাট্টা-তামাশা করতেও ছাড়ছেন না অনেকে৷ অনেকেই ক্ষুব্ধও হয়েছেন।


মন্তব্য