kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


৭৭ বছরের সংসারে ভালোবাসার শেষ নিবেদন...

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৬৭৭ বছরের সংসারে ভালোবাসার শেষ নিবেদন...

ওপরের ছবিটি দেখুন। সেখানে ১০০ বছর বয়সী ভদ্রলোক তার ৯৬ বছর বয়সী স্ত্রীর হাত ধরে রয়েছেন। পরম ভালোবাসায় স্বামী হাত ধরেছেন স্ত্রী চিরবিদায় নেওয়ার কিছুক্ষণ আগে।

যমজ খাটে শুয়ে রয়েছেন দুজন। স্ত্রীর প্রয়ানের মাধ্যমে তাদের ৭৭ বছরের সংসারে একসঙ্গ পথ চলার ইতি ঘটল। তারই গল্প প্রকাশ পাচ্ছে এই আবেগময় ছবিতে।

বৃদ্ধ যে কম্বলে মুড়ে রয়েছেন তাতে লেখা 'আই লাভ ইউ'। পাশের বিছানায় মুখোমুখি শুয়ে রয়েছেন তার সহধর্মিণী। ৭৭ বছর আগে যেভাবে হাত ধরে সংসার শুরু করেছিলেন, বিদায়ের মুহূর্তে সেই হাত ছাড়েননি দুজন।

সোশাল মিডিয়া রেডিট-এ এই হৃদয় ছুঁয়ে যাওয়া ছবিটি প্রকাশ করেছেন 'রিয়েলাইভগার্ল' নামের এক ব্যবহারকারী। ছবিতে তিনি লিখেছেন, আমার দাদি, ৯৬, আমার দাদুর (১০০) সঙ্গে। দাদির মৃত্যুর কয়েক ঘণ্টা আগের ছবি এটি। ৭৭ বছরের বিবাহিত জীবন তাদের।

এই দম্পতির ভালোবাসার শেষ নিবেদন প্রকাশ পাচ্ছে এই ছবিতে। অনেকের হৃদয় ভেঙে দিয়েছে ছবিটি।

রেডিট-এর অনেক ব্যবহারকারী লিখেছেন, আপনার (রিয়েলাইভগার্ল) এ হারানো আমাদের দুঃখ দিয়েছে। কিন্তু বিদায়ের মুহূর্ত এর চেয়ে ভালো উপায়ে আর হয় না। উষ্ণ বিছানায় সঙ্গীর হাত ধরে বিদায় নেওয়া আর চারদিকে প্রিয়জনদের উপস্থিতি।

স্ত্রীর বিদায়ে আপনার দাদুর প্রতি সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাদের মঙ্গল করুন, এভাবেই সমব্যথী হয়েছেন সবাই।
সূত্র : হাফিংটন পোস্ট

 


মন্তব্য