kalerkantho


১৮ বছর ধরে ম্যাচিং করে পোশাক পরেন যে দম্পতি

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৮১৮ বছর ধরে ম্যাচিং করে পোশাক পরেন যে দম্পতি

'পরস্পরের জন্য জন্মই আমাদের' কথাটা শুধু মুখের কথায়ই নয়, বছরের পর বছর ধরে ম্যাচিং করে পোশাক পরার বেলায়ও প্রমাণ করে চলেছেন এক দম্পতি! 
 
৫২ বছর আগে বিয়ে করেন ওই দম্পতি, তবে গত ১৮ বছর ধরে প্রতিদিনই রং মিলিয়ে ম্যাচিং পোশাক পরেন তারা।
 
চারদিকে যখন ভাঙন-বিচ্ছেদের ছড়াছড়ি তখন দাদা-দাদিমা এড ও ফ্রান গারগিউলার অবাক মিল নিয়ে ছবি পোস্ট করলেন নাতি। কোনও উৎসব উপলক্ষে নয়, প্রতিদিন রং মিলিয়ে ম্যাচিং পোশাক পরেন দাদা-দাদিমা। এই তথ্য জানিয়ে অ্যান্টনি নামে এক যুবক বেশ কয়েকটি ছবি পোস্ট করেন টুইটারে। 
 
আর তারপরেই শুরু হয় ‘লাইক’ আর ‘কমেন্ট’-এর বন্যা। ভাইরাল হয়ে যায় দাদা-দাদিমা'র ছবি।
 
এ ব্যাপারে অ্যান্থনি গারগিউলা জানিয়েছেন, দাদা-দাদিমা প্রতিদিন নিজেদের ‘ম্যাচিং’ ছবি পাঠান নাতিকে। আর নাতি জমিয়ে রাখেন সেই ছবি।


মন্তব্য