kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


উকুনের ব্যবসায় উচ্চ লাভ!

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১০উকুনের ব্যবসায় উচ্চ লাভ!

মাথার চুল এবং সুঠাম শরীর রাখতে বেশ উকুনের ভূমিকা অনস্বীকার্য। সাম্প্রতিক এমন এক খবরে সাড়া পড়ে গেছে। চিকিৎসকদের মতে, এতে চুল পড়ার সম্ভাবনা কম থাকে। চুল মজবুত হয় এবং শরীরের গঠন সুঠাম হয়। এই খবর প্রকাশ্যে আসতেই সৌদি আরবে বৃহস্পতি তুঙ্গে উঠে গিয়েছে উকুনকুলের। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই নিজের মাথায় অতি যত্নে উকুন পালন শুরু করেছে।
চাহিদার যোগান দিতে দুবাইয়ের সেলুনগুলোতেও শুরু হয়েছে উকুনের ব্যবসা। দামের বহরেও কিছু কম যায় না উকুন। একটি উকুনের জন্য সৌদি আরবের ১৪টি মুদ্রা খরচ হয়।
যদিও খবরটি প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে ওই দেশের প্রশাসন। সৌদি আরবের স্বাস্থ্য দফতরের কর্তাদের মতে, উকুন বিক্রির মতো কাজকে কখনই মেনে নেওয়া যায় না। উকুন বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি ধরা পড়লে ২০০০ দেরহাম(সৌদি মুদ্রা) জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ওই দেশের প্রশাসন।


মন্তব্য