kalerkantho

26th march banner

সেদিনের সেই হাড্ডিসার ছেলেটা এখন বেশ ভালো আছে

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ০৯:২৬সেদিনের সেই হাড্ডিসার ছেলেটা এখন বেশ ভালো আছে

হাড়-পাঁজর বেরিয়ে পড়া শিশুকে পানি খাইয়ে দিচ্ছেন এক সমাজকর্মী ! প্রাণ ভরে সে পানি পান করছে। খুব বেশিদিন নয়, মাস দুয়েক আগে সোশাল সাইটে ছড়িয়ে পড়া এই ছবি শোরগোল ফেলেছিল বিশ্বে। বছর দুয়েকের ওই শিশুকে কুসংস্কারের বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ডাইনি সে। ক্ষুধার্ত সেই শিশুকে রাস্তায় ঘুরতে দেখেছিলেন আনজা রিংরেন লোভেন নামে এক সমাজকর্মী। নিজে হাতে ওই শিশুকে পানি খাইয়ে হাসপাতালে ভর্তি করেন। সেই ছেলেটা আজ সুস্থ। চনমনে।

সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আনজা। তাতে দেখা যাচ্ছে, যথেষ্টই সুস্থ আছে হোপ। ওজনও বেড়েছে। রুগ্ন সেই হোপ আর এই হোপের মধ্যে অনেক ফারাক। এখন আবার ফোন ব্যবহারও শিখছে সে। শিখছে পড়াশোনাও।
 
হোপকে হাসপাতালে ভর্তি করার কিছুদিন পর সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে নিজের সংস্থায় নিয়ে চলে আসেন আনজা। সেখানেই তার শুশ্রূষা চলে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে হোপ। আর একটি অপারেশন করলেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

নিজেদের ওয়েবসাইটে একটি তথ্য জানিয়েছেন আনজা। তিনি লিখেছেন, ''হোপের ওই ছবি দেখার পর তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ সাহায্য এসেছিল। ঘটনাটি দক্ষিণ নাইজেরিয়ার ইয়োর হলেও সারা বিশ্বের মানুষ পাশে দাঁড়িয়েছিল আমাদের। আর আমরাও নাইজেরিয়ার শিশুদের বাঁচানোর চেষ্টা করছি। তাদের হয়ে লড়াই করছি। '' সম্প্রতি একটি অনাথ আশ্রমও গড়ে তুলেছেন আনজা ও তার স্বামী। আর সেখানেই বড় হচ্ছে শত শত হোপ।
সূত্র : ওয়েবসাইট


মন্তব্য