kalerkantho


একই শরীরে স্ত্রী ও পুরুষ জননাঙ্গ, হচ্ছে প্রজননও

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৬:০১একই শরীরে স্ত্রী ও পুরুষ জননাঙ্গ, হচ্ছে প্রজননও

একই শরীরে স্ত্রী ও পুরুষ উভয় জননাঙ্গ। নিজেরাই নিজেদের গর্ভবতী করে জন্ম দিচ্ছে সন্তান। অবিশ্বাস্য হলেও এমনই হয়ে থাকে সিকলিড জাতীয় মাছের মধ্যে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পেয়েছেন ব্রিটেনের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

গবেষকরা সিকলিডের দুটি ভিন্ন প্রজাতির মধ্যে মিলন ঘটিয়েছিলেন, যার ফলে জন্ম হয় বহু সিকলিড ছানা। সেগুলির মধ্যেই কয়েকটির দেহে স্ত্রী ও পুরুষ উভয় জননাঙ্গের উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞানীদের মতে, এই মাছগুলি জলের মধ্যে শুক্রাণু ত্যাগ করে। তারপর তা মুখের মধ্যে করে নিয়ে নেয়। মুখের মধ্যেই প্রজননের ফলে জন্মায় নতুন সন্তান। যদিও এই প্রক্রিয়ায় জন্মানো সন্তানদের মধ্যে জন্মগত অনেক ত্রুটি থাকার সম্ভাবনা থাকে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর


মন্তব্য