kalerkantho


ইউটিউবে ভিডিও দিয়ে অঢেল টাকার মালিক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১০:০৬ইউটিউবে ভিডিও দিয়ে অঢেল টাকার মালিক

লিলি সিং এখন ইউটিউবে সবচাইতে বড় তারকাদের একজন আর মিলিয়ন ডলারের মালিক। কিন্তু এক দিনে এত নাম করেননি লিলি সিং। তার যাত্রার শুরুটা ছিল ২০১০ সালে। ইউটিউবে ভারতীয়দের নানান বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও পোস্ট করতেন। কখনো কখনো নিজের মাকে নিয়েও ইয়ার্কি করতেন। নিজের নাম দিয়েছিলেন সুপার উওম্যান। এসব ভিডিও নিজের বাড়িতেই তৈরি করা হতো।

আর সেগুলো তুলে দিতেন ইউটিউবে। তার হিউমার ছিল বেশ কড়া। শুরুতে ভারতীয় অভিবাসীরা অনেকেই পছন্দ করেছিলেন তার ভিডিও। বেশ ভালো হিটও পাচ্ছিলেন। কিন্তু হাসির ভিডিও দেখতে ভালোবাসেন অনেকে। ফেসবুকে পোস্ট করা এ রকম ভিডিও দেখে মজা পান না এমন লোক বোধ হয় পাওয়া যাবে না। আর সেভাবেই লিলি সিং হয়ে উঠলেন ইউটিউব সেনসেশন। নিজের তৈরি সিনেমা, নানা স্টারদের সাক্ষাৎকার এগুলোও করা শুরু করলেন। এখন লিলি সিং এর সোশাল মিডিয়া ফলোয়ার এক কোটি ২০ লাখের মতো।

এতটাই নামকরা হয়ে উঠলেন যে তাকে নানা বড় বড় আয়োজনে দাওয়াত দেওয়া শুরু করলেন আয়োজকরা। ওঠা বসা শুরু করলেন নামি স্টারদের সাথে। যেমন ধরুন বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিস। ফোর্বস ম্যাগাজিনে গত বছর ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজনের তালিকায় ছিলেন লিলি সিং। সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপন সহ শুধু গত বছরই তার আয় ছিল ২৫ লাখ ডলারের মতো।

 


মন্তব্য