kalerkantho


গভীর সাগরে পাওয়া গেল 'এলিয়েন' মাছ, নামটাও অদ্ভুত! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৬ ১২:৩৫গভীর সাগরে পাওয়া গেল 'এলিয়েন' মাছ, নামটাও অদ্ভুত! (ভিডিওসহ)

সম্প্রতি গভীর সাগরে আবিষ্কৃত হয়েছে অদ্ভুত আকারের এক মাছ। এ মাছটির আচার-আচরণ যেমন অদ্ভুত তেমন তার দেহও অদ্ভুত। আরও মজার ব্যাপার হলো এ মাছের নামটিও অদ্ভুত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মিরর।
সাগরের গভীরে যে কত অদ্ভুত বিষয় এখনও মানুষের নাগালের বাইরে রয়ে গেছে তা অনেকেরই জানা নেই। সম্প্রতি তেমনই এক রহস্যের কথা জানা গেল অদ্ভুতদর্শন এক মাছ আবিষ্কারে। এ মাছটির বহু বিষয়ই মানুষকে অবাক করছে।
বনি-ইয়ার্ড অ্যাসফিস (bony-eared assfish) নামে মাছটি দেখতে ব্যাঙাচি ও বান মাছের মাঝামাঝি। এ মাছ সাগরের গভীরে বাস করে।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের উপকূলীয় অঞ্চলে সম্প্রতি মাছটি ধরা পড়ে। ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়ায় অবস্থিত রয়েল বিসি মিউজিয়ামে মাছটি প্রদর্শিত হচ্ছে। মিউজিয়ামের কিউরেটর অব ভার্টেব্রেট জুওলোজি মি. গেভিন হ্যাংকি বলেন, মাছটি বড় মাথার এক অদ্ভুত প্রাণীর মতো দেখতে। মাছটি দেখতে প্রচুর মানুষ ভিড় করছেন। বিশেষ করে শিশুরা এ মাছটি দেখতে খুবই আগ্রহী। মাছটির নাম তারা রেখেছে ‘অ্যাসফিস’।
সাধারণত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাছটি বাস করে। মাছটি দ্রুত সাঁতার কাটতে পারে। তবে ভিডিওতে দেখা যায় এটি ধীরে সাঁতার কাটতেই ভালোবাসে।
মাছের ভিডিওটি দেখতে পাবেন নিচে-


মন্তব্য