kalerkantho


স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন ১৬ মার্চ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ১৭:৪৪স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন ১৬ মার্চ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। সমাবর্তনে স্প্রিং-২০১৪ থেকে ফল-২০১৫ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১৮৫৫ জন শিক্ষার্থী তাদের ডিগ্রি অর্জন করবেন। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এতে বক্তব্য দেবেন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি  কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম প্রমুখ। এসইউবির চতুর্থ সমাবর্তনে স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেলথ সায়েন্স ফ্যাকাল্টির অধীনে মোট ৯টি বিভাগের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সমাবর্তনে চ্যান্সেলর'স অ্যাওয়ার্ড-এর জন্যে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জায়েরা ইসলাম ঊর্মি। ভাইস-চ্যান্সেলর'স অ্যাওয়ার্ড পাচ্ছেন মোট ১৫ জন শিক্ষার্থী। এ ছাড়া ডিন'স অ্যাওয়ার্ড পাবেন মোট ৩৫ জন শিক্ষার্থী।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিতব্য সমাবর্তনে ডিগ্রি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন খ্যাতিমান সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এরপর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের নৈশভোজের মধ্য দিয়ে শেষ হবে সমাবর্তন।

 


মন্তব্য