kalerkantho


আত্মহত্যা করেছেন রক শিল্পী কেইথ এমারসন!

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ১১:০২আত্মহত্যা করেছেন রক শিল্পী কেইথ এমারসন!

প্রগতিশীল রক ব্যান্ড এমারসন, লেক অ্যান্ড পামারের সহ-প্রতিষ্ঠাতা কেইথ এমারসন ৭১ বছর বয়সে মারা গেছেন। বিখ্যাত এই ব্যান্ডটির সদস্যদের ফেসবুক পেইজে এই খবর নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কেইথ এমারসন সান্তা মনিকা, লস অ্যাঞ্জেলসে তার নিজের বাড়িতে মারা গেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। এমারসনের গার্লফ্রেন্ড মারি কাওয়াগুচি শুক্রবার সকালে তার মৃতদেহ আবিষ্কার করে বলে জানিয়েছে পুলিশ।
 
এমারসনকে তার সময়ের অন্যতম সেরা কি বোর্ড প্লেয়ার হিসেবে বিবেচনা করা হতো। এমারসনের সাবেক ব্যান্ড সতীর্থ কার্ল পামার বলেন, আমার বন্ধু ও মিউজিকে আমার ভাই স্বরূপ এমারসনের চলে যাওয়ার খবরে আমি গভীর ভাবে শোকাহত।


মন্তব্য