kalerkantho


দিনে খেলেন টেনিস, রাতে ব্যস্ত পর্ন সিনেমায়

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ০৯:২২



দিনে খেলেন টেনিস, রাতে ব্যস্ত পর্ন সিনেমায়

পর্ন হাবের মাধ্যমে ফাঁস হলো আরও এক পর্নস্টারের আসল পরিচয়। মেক্সিকোর ডেরি (ছদ্মনাম) নামের এক মহিলা পর্নস্টার জানালেন, তিনি আসলে একজন টেনিস খেলোয়াড়। খুব চেষ্টা করছেন পেশাদার সার্কিটে খেলার।

দিনের বেশির ভাগ সময়টাই তাঁর কাটে টেনিস খেলে। কিন্তু রাতে পেশার তাগিদে তিনি পর্ন সিনেমায় অভিনয় করেন। ডেরি বলছেন, পেশাদার টেনিসে খেলার সুযোগ পেলেও তিনি খেলা ছাড়বেন না। কারণ পর্নের মাধ্যমে তিনি খেলায় আরও ভালো কিছু করার সাহস পান।

দুই দিন আগেই পর্ন হাবের মাধ্যমেই ফাঁস হয়ে যায় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বহুদিন ধরে নীল ছবির জগতে অভিনয় করছেন। সেই অধ্যাপকের ছবি ও পরিচয় ফাঁস হওয়ার পর অস্বস্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 


মন্তব্য