মহাকাশে ৩৪০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন মার্কিন নভোচারী স্কট ক্যালি ও রাশিয়ান মিখাইল কর্নিয়েনকো। সাধারণের চেয়ে প্রায় দ্বিগুণ সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন এই দুই নভোচারী।
তাদের দীর্ঘ সময় থাকার কারণ ছিল অনেক বেশি সময় মহাকাশ থাকলে মানব শরীরে কী প্রভাব পড়তে পারে সে গবেষণার একটা অংশ। একটি সয়ুজ ক্যাপসুলে করে কেলি, করিয়েনকো এবং মহাকাশ স্টেশনের একজন রাশিয়ান ক্রু সার্জি ভলকভ বাংলাদেশ সময় সকাল ১০ টা ২৬ মিনিটে কাজাখস্তানের স্তেপে অবতরণ করেন।
মঙ্গলে মনুষ্যবাহী মহাকাশ যান পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই অভিযানকে এই মিশনটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রেকর্ড। যুক্তরাষ্ট্রের কেলি এই নিয়ে চারবার মহাকাশ স্টেশনে গিয়ে সব মিলিয়ে ৫২০ দিন কাটিয়েছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের