kalerkantho


কর্মস্থলে খরচ বাঁচাতে...

কালের কণ্ঠ অনলাইন   

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৪৪কর্মস্থলে খরচ বাঁচাতে...

ছবি অনলাইন

বাসা থেকে খাবার

প্রথম প্রথম একটু অস্বস্তিবোধ হতে পারে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাসা থেকে খাবার নিলে একদিকে যেমন স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা পাওয়া যায়, অন্যদিকে খরচও বেঁচে যায়। অনেকে এ জন্য হটপট ব্যবহার করেন।

বোতলজাত পানি না কেনা

অফিসযাত্রায় একটি পানির বোতল সঙ্গে রাখতে হবে। অফিসে যাওয়ার সময় ও বাড়ি ফেরার পথে বোতলে পানিভর্তি করে নিতে হবে। এতে শুধু ব্যয় কমবে না, পানিবাহিত নানা রোগ থেকেও মুক্ত থাকা যায়।

ড্রয়ারে চা বা কফি রাখা

চা বা কফি পানের অভ্যাস থাক বা না থাক ড্রয়ারে চা বা কফির ব্যবস্থা রাখতে হবে। তাতে কর্মস্থলে হঠাৎ আসা অতিথিকে আপ্যায়নে বা নিজের তৃষ্ণা মেটানো যায়।

ভ্রমণ ভাতা থেকে জমানো

কাজের উদ্দেশ্যে প্রায়ই অনেককে বাইরে যেতে হয়, সে ক্ষেত্রে অফিস সাধারণত ভ্রমণ ভাতা দিয়ে থাকে। একটু হেঁটে বা পাবলিক পরিবহন চেপে অর্থ বাঁচানো যায়। আর বেঁচে যাওয়া অর্থ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার সুযোগ তৈরি হয়।

অফিসের গাড়ি ব্যবহার

অনেক অফিসেই পরিবহনব্যবস্থা থাকে। সে ক্ষেত্রে অফিসের গাড়ি ব্যবহারের চেষ্টা করা ভালো। এতে শুধু পয়সাই বাঁচে না, আসা-যাওয়ার ঝক্কি থেকে রেহাই মেলে।

-- এনডিটিভি অবলম্বনে ইমরোজ বিন মশিউরমন্তব্য