kalerkantho


নদীর পানি, ডিটারজেন্ট, শ্যাম্পু আর রাসায়নিক উপাদান = 'খাঁটি দুধ'! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৩১ জানুয়ারি, ২০১৮ ১২:২০নদীর পানি, ডিটারজেন্ট, শ্যাম্পু আর রাসায়নিক উপাদান = 'খাঁটি দুধ'! (ভিডিও)

বাকি কাজ আগেই সারা হয়েছে, এখন ঢালা হচ্ছে নদীর ঘোলা পানি

সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হয়েছে বেশ আগেই। গত বছরের মাঝামাঝিতে ফেসবুকে প্রকাশিত ভিডিওটি সাড়ে ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। আসলে আমাদের চারদিকে এত বেশি ভেজাল খাবার যে প্রতিনিয়ত এ ধরনের পোস্ট ও ভিডিও মানুষকে সচেতন করে তোলে। তাই পুরনো হলেও আরো একবার দেখে নেওয়া যাক। 

আরো পড়ুন: ঝাল খাবারে মৃত্যুঝুঁকি কমে...

অতি প্রয়োজনীয় ও পুষ্টিকর দুধ কেনার সময় আরো একটু সাবধানতা অবলম্বন জরুরি। জনসচেতনতার জন্যে বিষয়টি আবারো তুলে ধরা হলো। 

ভিডিও যতটুকু দেখা যাচ্ছে তাতে ঘটনা পরিষ্কার। নদীতে নৌকা নিয়ে সেখানেই বানানো হচ্ছে 'গরুর খাঁটি দুধ'। পাত্রভর্তি যে দুধ দেখতে পাচ্ছেন সেখানে নদীর ঘোলা-ময়লা পানি মেশাতে দেখবেন এখানে। এই ভিডিওটি নৌকাতেই করা হয়েছে বোঝা যায়। সোশাল মিডিয়ায় প্রকাশের সময় বলা হয়েছিলন, এতে আরো মেশানো হয়েছে শ্যাম্পু, ডিটারজেন্ট আর কিছু রাসায়নিক উপাদান। এ ভিডিওতে অবশ্য স্পষ্টভাবে শ্যাম্পু বা ডিটারজেন্ট ইত্যাদি মেশানোর দৃশ্য দেখা যায়নি। হয়তো সেগুলো আগেই মিশিয়ে দুধের চেহারা আনা হয়েছে। তারপর তাতে ঢালা হচ্ছে নদীর পানি। আর এতেই তৈরি হয়ে গেলো 'খাঁটি' দুধ। 

এই দুধ সরাসরি বাজারে যাবে এবং মানুষ পয়সা দিয়ে কিনে খাবে। 

 

আরো পড়ুন: স্ট্রোকের ঝুঁকি? খান শাকসবজি...

সূত্র : ফেসবুকমন্তব্য