kalerkantho


স্থূলতা ডায়াবেটিসের প্রধান নিয়ামক

কালের কণ্ঠ অনলাইন   

৩ জানুয়ারি, ২০১৮ ১৮:৫১স্থূলতা ডায়াবেটিসের প্রধান নিয়ামক

ডায়াবেটিস একটি নীরব ঘাতক। স্থূলতার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে।শুধু তাই নয়, স্থূলতা ডায়াবেটিসের ঝুঁকিগুলোর মধ্যে প্রধান নিয়ামক। সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা জেএএমএ-এর এক সমীক্ষায় এ তথ্য প্রকাশিত হয়েছে। 

আমরা জানি, দুই ধরণের ডায়াবেটিস রয়েছে: ডায়াবেটিস টাইপ-১ ও টাইপ-২। এর মধ্যে টাইপ-২ ডায়াবেটিস সবচেয়ে বিপদজনক। মার্কিন গবেষকরা ১৮ থেকে ৩০ বছর বয়সী ৪২৫১ জন মার্কিন নাগরিকের ওপর সমীক্ষা চালান। এ গবেষণা চলে প্রায় ২৫ বছর। 
এ গবেষণায় ডায়াবেটিসের ক্ষেত্রে গ্লুকোজ নিরোধ, বডি-মাস-ইনডেক্স, রক্তচাপ, রক্তে গ্লুকোজের পরিমাণ, বাসস্থান, আর্থ-সামাজিক প্রেক্ষাপট ইত্যাদি নিয়ামকের প্রভাব পর্যালোচনা করা হয়। সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছান, স্থূলতাই ডায়াবেটিসের সবচেয়ে বড় নিয়ামক বা কারণ।আপনি যদি স্থূল বা খুব মোটা হন তবে প্রস্তুত থাকুন নীরব ঘাতকে আক্রান্ত হবার। কারণ, শুধুমাত্র এই একটি কারণে গ্লুকোজ, রক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধি, বডি-মাস-ইনডেক্স ইত্যাদি ঝুঁকিতে থাকবেন আপনি।

তাই, স্লিম থাকুন, স্থূলতা এড়িয়ে চলুন, নীরব ঘাতক থেকে মুক্ত থাকুন। 
সূত্র: নিউইয়র্ক টাইমসমন্তব্য