ছবি অনলাইন
নতুন জুতা কেনার পর অনেকেরই পায়ের নানা ধরনের সমস্যা হয়। বিশেষ করে নতুন জুতা নিয়ে পায়ে ফোসকা পরার মতো ঘটনা খুবই সাধারণ। এতে হাঁটতে অসুবিধা ও অস্বস্তি হয়।
নতুন জুতা পরার পর এ ধরনের সমস্যার মূর কারণ হলো জুতার সঙ্গে আপনার পায়ের সঠিকভাবে মিল না হওয়া। প্রত্যেক মানুষেরই পায়ের আকৃতি ভিন্ন ধরনের। আর এ ভিন্ন আকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো করে জুতা বানানো অনেকটা অসম্ভব নির্মাতাদের পক্ষে। তবে কয়েকটি পদক্ষেপ নিলে আপনি সহজেই আপনার পায়ের মতো করে নতুন জুতাটি বানিয়ে নিতে পারেন।
নতুন জুতা কেনার পর যা করবেন-
১. পায়ে মোটা মোজা পরুন
২. নতুন জুতাটি হেয়ার ড্রায়ার দিয়ে গরম করুন
৩. পায়ে নতুন জুতাটি পরুন এবং একটু হেঁটে নিন। এ সময় আপনার পায়ের মোটা মোজা অবশ্যই রাখবেন। মোটা মোজা না থাকলে একাধিক মোজা পরুন
৪. অন্য জুতাটিতেও একই কাজ করুন
৫. জুতাটি ঠাণ্ডা না হওয়া পর্যন্ত পায়েই পরে থাকুন এবং হাঁটাহাটি করুন
৬. হাতে যদি সময় থাকে তাহলে একাধিকবার এ কাজটি করুন।
এবার আপনার জুতাটি রেডি হয়ে গেছে। নতুন জুতা হলেও এখন এটি নিয়ে আপনি সফর করতে পারবেন, ঝামেলা ছাড়াই হাঁটতে বা জগিং করতে পারবেন।
সূত্র : ইনডিপেনডেন্ট
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের