kalerkantho


যুক্তরাষ্ট্রে মেয়ের জন্মদিন পালনে মাতলেন সানি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৭ ১০:৩৯যুক্তরাষ্ট্রে মেয়ের জন্মদিন পালনে মাতলেন সানি

সেলিব্রিটি তকমা থেকে বেরিয়ে এসে একেবারে অন্য মেজাজে ক্যামেরায় ধরা দিলেন সানি লিওন। নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানেই ডিজনিল্যান্ডে ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন করলেন।

সম্প্রতি ডিজনিল্যান্ডে মেয়ের জন্মদিন হইহুল্লোড় করে পালন করেন সানি লিয়ন ও ড্যানিয়েল। সেই আনন্দোৎসবের ছবিই ইনস্টাগ্রামে নিজের অনুগামীদের মাঝে শেয়ার করেন সানি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। সকলে মেয়ে নিশার উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন। তবে, ড্যানিয়েল ছাড়াও এই ট্রিপে সানির পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রে একটি অনাথাশ্রম থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি এবং তার স্বামী ড্যানিয়েল। তারপর থেকেই নিজের মেয়ের মতোই মানুষ করেন তারা নিশাকে। নিজের কাজের জগতের বাইরে সানি দায়িত্ববান মায়ের মতোই দায়িত্ব পালন করেন নিশার।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোরমন্তব্য