kalerkantho


বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী এবার সিনেমায় নামছেন

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:১৪বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী এবার সিনেমায় নামছেন

বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী মডেল এখন সিনেমায় নাম লিখিয়েছেন। একতিরিনা লিসিনা নামে ২৯ বছর বয়সী রাশিয়ান মডেলের পায়ের দৈর্ঘ ৫২.৪ ইঞ্চি।

জানা গেছে, তিনি এবার হলিউডে চলচ্চিত্রে  নামতে যাচ্ছেন। ইতোমধ্যেই দিস মর্নিং নামে একটি টিভি শোতে তিনি অংশ নিয়েছেন। সেখানে তার ইন্টারভিউ নেওয়ার জন্য অন্য দুজনকে মইয়ের সহায়তা নিতে হয়।

লিসিনাকে হলিউডের একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। রাগবি গার্লস নামে সে চলচ্চিত্রটির কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। এর মূল শুটিং হবে ইংল্যান্ডে।

একতিরিনা লিসিনার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা মডেল এই রাশিয়ান সুন্দরী। তার বাঁ-পা ১৩২.৮ সেন্টিমিটার এবং ডান পা ১৩২.২ সেন্টিমিটার লম্বা। ২০১৮ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়ে উচ্ছ্বসিত একতিরিনা। ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন ছিল তাঁর।

একতিরিনায় বাড়ির সদস্যরাও প্রত্যেকেই লম্বা। ভাইয়ের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, বাবার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি এবং মা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি লম্বা।

সূত্র : ডেইলি মেইলমন্তব্য