kalerkantho


টিপস

এসব জিনিসেরও মেয়াদ আছে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ১০:০১এসব জিনিসেরও মেয়াদ আছে

তোয়ালে
ভালো মানের তোয়ালে সহজে নষ্ট হয় না। তাই বলে কি ব্যবহারের ওপরেই থাকতে হবে? পরামর্শকরা বলছেন, তোয়ালে সর্বোচ্চ তিন বছর ব্যবহার করা যেতে পারে। এর বেশি নয়। তাও নির্ভর করে গুণগত মানের ওপর। বেশি দিন ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠে। এ ছাড়া পরিষ্কারও করতে হয় নিয়মিত। কারণ এটা ভেজাই থাকে বেশির ভাগ সময়। ফলে ব্যাকটেরিয়াসহ নানা ধরনের জীবাণুর অভয়ারণ্য হয়ে ওঠে। প্রায়ই গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কারের বিকল্প নেই।

চটিজুতা
বাসার ভেতরে হাঁটাহাঁটি কিংবা বাথরুমের জন্য চটিজুতা বেশি কেনা হয়। সাধারণত না ছেঁড়া পর্যন্ত এটা ব্যবহার করা হয়।

আসলে এটারও মেয়াদ রয়েছে। তবে কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, তা কোথাও লেখা নেই। কোনো চটিজুতাই ছয় মাসের বেশি ব্যবহার করতে হয় না।

গোসলের স্পঞ্জ
গোসলের সময় গা ডলার জন্য স্পঞ্জ বা অন্য কিছু ব্যবহার করা হয়। গোসল সেরে এগুলো আবার ফেলে রাখা হয়। এমনটা করলে সংক্রামক রোগে পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে স্পঞ্জে অনেক পানি বা সাবানের ফেনা জমে থাকে। এগুলো ভালোমতো চিপে বের করে দিতে হবে।

দৌড়ানোর জুতা
কয়েক শ মাইল দৌড়ানোর পর জুতার অবস্থা কাহিল হয়ে যাওয়ার কথা। মনে হতে পারে, পুরোপুরি ঠিক আছে। কিন্তু ওটা ব্যবহার আর স্বাস্থ্যকর হবে না। 

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সাকিব সিকান্দার


মন্তব্য