kalerkantho


কোলন ক্যান্সারের কারণ ও লক্ষণ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৭ ০৯:৪৮কোলন ক্যান্সারের কারণ ও লক্ষণ

ক্যান্সার বলতেই বিপজ্জনক। কোলন ক্যান্সারও তাই। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এ ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। সাধারণত সঠিক সময়ে চিকিৎসা নিলে একজন রোগীর এ ক্যান্সার থেকে সেরে ওঠার সম্ভাবনা ৫০ শতাংশ।

কোলন ক্যান্সারের কারণ
উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও কম আঁশযুক্ত খাবার খাওয়া, সারাক্ষণ বসে থাকা কিংবা নড়াচড়া কম করা, স্থূল দেহের গঠন, ধূমপানের অভ্যাস, মদ্যপান, পেটের কিছু রোগ, অন্ত্রে পলিপস, পরিবারের সদস্যদের এ রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস।

এই ক্যান্সারের লক্ষণ
জীবনযাপনে পরিবর্তন ছাড়াই ঘন ঘন টয়লেটে যাওয়ার প্রবণতা, মলের সঙ্গে রক্তপাত, মলত্যাগের পরও পেট পরিষ্কার না হওয়া, পেট ফুলে যাওয়া, কিছু না খেলেও পেট ভরা থাকার অনুভূতি, পেটে স্থায়ী ব্যথা, কোনো কারণ ছাড়াই বিতৃষ্ণা ও ক্লান্তি, বিনা কারণে ওজন কমে যাওয়া, বমি হওয়া, পেটের নিম্নাংশে পিণ্ড অনুভব করা, রক্তে হঠাৎ আয়রনের অভাব।

ফক্স নিউজ অবলম্বনে ওমর শরীফ পল্লবমন্তব্য