kalerkantho


গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করবেন? (দেখুন ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৭ ০০:৪৪গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করবেন? (দেখুন ভিডিও)

রান্না করতে গিয়ে  হঠাৎ আগুন ধরে গেছে গ্যাস সিলিন্ডারে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত বাড়ি। সংবাদপত্রে প্রায়ই নজরে আসে এমন দুর্ঘটনার খবর। তবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করে তা নেভাতে হয় জানেন না অনেকেই। এবার সেই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, দু’জন পুলিশকর্মী এই পদ্ধতি শেখাচ্ছেন। ভিড় করে তা দেখছেন বহু মানুষ। প্রথমে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন লাগিয়ে দেয়া হয়। সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এরপর একটি ভিজা কাপড়কে নিয়ে আগুন চাপা দিয়ে দেয়া হয়। ফলে কোনোভাবেই আর আগুন ছড়িয়ে পড়তে পারে না। বহু মানুষই এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন। পানি ঢালতে থাকেন। কিন্তু যেহেতু গ্যাসের প্রবাহ বন্ধ থাকে না, তাই গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে।

ফলে সামান্যতম অগ্নিস্ফুলিঙ্গ থাকলেও তা আগুন ছড়িয়ে দেয়। কিন্তু ভিজা কাপড় দিয়ে চাপা দেয়ার ফলে একদিকে আগুন তো নিভবেই, অন্যদিকে সাময়িকভাবে গ্যাস ছড়িয়ে পড়াকে খানিকটা আটকেও দেয়া গেল। নতুন এই পদ্ধতি যে বেশ কার্যকর, তা বলার অপেক্ষা রাখে না।

দেখুন ভিডিও

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য