kalerkantho


জুতার ফিতা বাঁধার সবচেয়ে কার্যকর উপায় কোনটি? বেছে নিন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ১৪:৩১জুতার ফিতা বাঁধার সবচেয়ে কার্যকর উপায় কোনটি? বেছে নিন

জুতার ফিতা বাঁধার জন্য আপনি যদি একটিমাত্র উপায় জানেন তাহলে অনেক বিষয় আপনার জানার বাইরে থেকে যাবে। কারণ জুতার ফিতা বাঁধার বহু উপায় রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
জুতার ফিতা কিভাবে বাঁধছেন তা মোটেও হেলাফেলার বিষয় নয়। কারণ বিশেষজ্ঞরা বলছেন, জুতার ফিতা ভালোভাবে বাঁধার ওপর এমনকি খেলোয়াড়দের পারফর্মেন্সও নির্ভর করে। এছাড়া সঠিকভাবে এটি না বাঁধতে পারলে জুতার আয়ু কমে যায়। আবার জুতার ফিতা সঠিকভাবে বাঁধার ওপর আপনার আরাম-আয়েশের সঙ্গে জুতা পরাও নির্ভরশীল। আরও বহু ক্ষেত্রে আপনার জুতার ফিতার গুরুত্ব রয়েছে।
কয়েক ধরনের জুতার ফিতা বাঁধার উপায় জানিয়েছেন জর্জটাউন রানিং কোম্পানির ম্যানেজার রব ভয়েগট। এগুলো হলো-
গ্যাপ লেসিং
আপনার জুতার ফিতা স্বাভাবিকভাবেই বাঁধতে হবে। তবে পায়ের কোনো সংবেদনশীল অংশের জন্য সে স্থানটি বাদ দিয়ে যেতে হবে। আপনার পায়ের কোথাও সমস্যা সৃষ্টি হলে এটি খুবই কার্যকর। (নিচে বামপাশের ছবি)

সাইড লেসিং
এভাবে বেঁধে আপনার পাকে সাপোর্ট দেওয়া যায়। (ওপরে ডানপাশের ছবি)
লুপ লক লেসিং
এটি ব্যবহৃত হয় আপনার পা সঠিক মাপের জুতাতে থাকলেও গোড়ালি যদি স্লিপ করে। (নিচে বামপাশের ছবি)


স্কিপ লেসিং
পায়ের রক্তচলাচল সঠিক রাখতে হলে এ স্টাইলের ফিতা বাঁধার জুড়ি নেই। (ওপরে ডানপাশের ছবি)
স্পিড লেসিং
কিছু জুতার ফিতা ইলাস্টিকের হয়ে থাকে। এগুলো বারবার বাঁধার ঝামেলা নেই। দ্রুত পায়ে পরা যায় এবং খোলাও যায়। (নিচে বামপাশের ছবি)

স্ট্রেইট লেসিং
এটি পায়ের ওপরের অংশকে চাপ থেকে রক্ষা করে। মূলত আঁটোসাঁটো অংশের পরিমাণ কম থাকে এ পদ্ধতিতে। (ওপরে ডানপাশের ছবি)


মন্তব্য