kalerkantho


বিশ্বের বিভিন্ন দেশের বেডরুম উঠে এলো ক্যামেরায়

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১১:০৭বিশ্বের বিভিন্ন দেশের বেডরুম উঠে এলো ক্যামেরায়

বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বেডরুম কেমন হয় সে সম্পর্কে ক'জনের জানা রয়েছে? মানুষের এ আগ্রহ দূর করতেই ২০১০ সালে জন থ্যাকওরে নামে দক্ষিণ আফ্রিকার এক ফটোগ্রাফার বিশ্বের নানা দেশ ভ্রমণ শুরু করেন। এখন পর্যন্ত তিনি এ কাজে ৫৫টি দেশ ভ্রমণ করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।

জন তার যাত্রাপথে শুধু ৫৫টি দেশই ভ্রমণ করেননি, তিনি এক হাজারেরও বেশি মানুষকে তুলে ধরেছেন তার ক্যামেরায়। আর এতে বিভিন্ন দেশের মানুষের জীবনযাপন যেমন উঠে এসেছে তেমন তাদের বেডরুমের একান্ত কিছু ছবিও উঠে এসেছে।

'মাই রুম প্রজেক্ট' নামে এ ফটো প্রজেক্টে তিনি বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশেছেন। তাদের নানা বিষয় জেনেছেন এবং ছবি তুলেছেন।

ছবি তোলার জন্য তিনি নানা দেশের বেডরুমের আসল দৃশ্যই তুলে ধরতে চেয়েছেন। আর এতে উঠে এসেছে অসাধারণ সব ছবি।

ছবিগুলোতে নানা দেশের মানুষের জীবনধারা ও সংস্কৃতি উঠে এসেছে। আর এ ছবিগুলোর মধ্যে কয়েকটি দেওয়া হলো এখানে।

কালের কণ্ঠে এ বিষয়ে আরও কিছু ছবি নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটি দেখতে এখানে ক্লিক করুন : নানা দেশের বেডরুম


মন্তব্য