kalerkantho


আপনার শিশুর বিকাশ থামিয়ে দিচ্ছে টেলিভিশন!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৯আপনার শিশুর বিকাশ থামিয়ে দিচ্ছে টেলিভিশন!

‘বাচ্চাটা সারাক্ষণ টিভির সামনে বসে কার্টুন দেখে’-এই বক্তব্য এখনকার প্রায় সব মা দিয়ে থাকেন। কিন্তু দেখা যায় শিশুকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর সময় টিভি ছেড়ে দিচ্ছেন মা। শিশু কান্নাকাটি করলে টম অ্যান্ড জেরি দেখিয়ে হাসি ফোটাচ্ছেন বাচ্চার মুখে। কিন্তু জানেন কি, আপনার সন্তানের ভবিষ্যত নষ্ট করে দিতে দিনে পনের মিনিট টিভি দেখার অভ্যাসই যথেষ্ট?

ব্রিটেনের স্ট্যান্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের গবেষণাতে এমনটাই সামনে এসেছে। গবেষণা বলছে, টিভির দেখার অভ্যাস মনের আবেগ কমিয়ে দিচ্ছে। এই শিশুরা চটপটে তো হয়ই না, ছোটখাট সিদ্ধান্তও নিতে পারে না। সৃজনশীলতার কোনও বিকাশই হচ্ছে না এই শিশুদের। ভাবনা চিন্তার ক্ষমতা তৈরি হচ্ছে না। ছোটখাট বুদ্ধির খেলা হোক বা ছবি আঁকা কোনও কাজই তেমন গুছিয়ে করতে পারছে না শিশুরা।

তাহলে উপায়? গবেষকরা বলছেন, ছোটদের স্ক্রিন থেকে দূরে রাখুন। দিনে অন্তত একটা ঘণ্টা নিজের মতো খেলুক। চারপাশটাকে জানুক বুঝুক। চিনে নিক দুনিয়ার রং গুলিকে, বই পড়ুক, পাজল সলভ করুক। টিভির আজব দুনিয়ায় ওর ভবিষ্যতকে নষ্ট হতে দেবেন না যেন।


মন্তব্য