kalerkantho


যন্ত্রেই গলদ! আপনার কী আদৌ সুগার বা প্রেসার আছে?

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৮যন্ত্রেই গলদ! আপনার কী আদৌ সুগার বা প্রেসার আছে?

সুগার, ব্লাড প্রেসার মাপার যন্ত্রই ঠিক নয়। এদেশে বায়োমেট্রিক যন্ত্র স্ট্যান্ডার্ড মেনে তৈরিই হয় না। হয়তো অকারণেই খাচ্ছেন প্রেসারের ওষুধ। পা বাড়াচ্ছেন সর্বনাশের পথে। চিকিৎসকদের পরামর্শ, বাড়িতে বিপি মেশিনে প্রেসার না মেপে যেতে হবে হাসপাতালে।

গলায় স্টেথোস্কোপ, টেবিলে স্ফিগমোম্যানোমিটার। কোনো ডাক্তারের চেম্বারে ঢুকলে এই ছবিটা ভীষণ কমন। আপনার অতিপরিচিত প্রেসার মাপার যন্ত্র। এই যন্ত্রেই প্রেসার মেপে খসখস করে প্রেসক্রিপশন লিখে দেন চিকিত্সকরা। ওষুধ খাওয়া শুরু। কিন্তু আপনি জানেন কি হয়তো অকারণেই খাচ্ছেন প্রেসারের ওষুধ? বারোটা বাজছে আপনার শরীরের! তিনটি আলাদা আলাদা মেশিনে একই সময়ে একই অবস্থানে একই মানুষের প্রেসার মাপার পর রিডিংটা আলাদা! অবাক হচ্ছেন? হবেন না। এটাই বাস্তব। আসলে যন্ত্রেই গলদ। সুগার মাপার ক্ষেত্রেও একই ব্যাপার। একই সময়ে আলাদা আলাদা মেশিনে ভিন্ন রিডিং।

সূত্র: জিনিউজ


মন্তব্য