kalerkantho


হ্যান্ডওয়াশের দ্বারা ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ!

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৪হ্যান্ডওয়াশের দ্বারা ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ!

খেতে বসার আগে হাত ধুতে হয় তা আমরা সবাই জানি। এখন উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তদের আবার সাবানে পোষায় না। মাল্টিন্যাশনাল কম্পানিগুলোর বিজ্ঞাপন গিলে হাত ধোয়ার জন্য বেসিনে স্থান পেয়েছে হ্যান্ডওয়াশ। তো খেতে বসার আগে নামীদামী কম্পানির হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলেন আপনার হাত একেবারে, ৯৯%, 'জীবাণুমুক্ত! তারপর নিশ্চিন্ত মনে খেতে বসলেন। কিন্তু আসলেই কি আপনি নিরাপদ থাকলেন?

হ্যান্ডওয়াশে ভালোর চেয়ে খারাপটাই হচ্ছে বেশি। বিশেষজ্ঞদের মতে, 'জীবাণুদের জন্মাতে এবং বেড়ে উঠতে সাহায্য করছে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বা হ্যান্ডওয়াশগুলি।এ ধরনের হ্যান্ডওয়াশগুলি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যার প্রভাব অনেকক্ষণ থাকে। কিন্তু বারবার এই হ্যান্ডওয়াশগুলি ব্যবহারের ফলে মানুষের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা কমে যায়। তখন আর সে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না।

অন্যদিকে, অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশের সঙ্গে 'লড়াইয়ে জেতা'র জন্য নিজেদের গঠনচরিত্রও বদলে ফেলে জীবণু বা সুপারবাগগুলি। যার ফলে আমাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা কমার বদলে উল্টে বেড়ে যাচ্ছে।


মন্তব্য