kalerkantho

26th march banner

সবচেয়ে 'স্লো' ভারতের ইন্টারনেট

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ০০:৫২সবচেয়ে 'স্লো' ভারতের ইন্টারনেট

সাধ থাকলেও, সাধপূরণ করতে পারলেন না মোদি। যতই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন থাক তাঁর, আসলে সে গুড়ে বালি। ভারতে যে ইন্টারনেট কানেকশনের হালই খুব খারাপ। জাপানের একটি সংস্থার সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুসারে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সব থেকে কচ্ছপ গতি ভারতের ইন্টারনেটের। এই সমীক্ষায় মোট দু'রকমের হিসাব করা হয়েছে। একটিতে রয়েছে ২০১৪'র শেষ চার মাসের খতিয়ান, অন্যটিতে পুরো বছরের। শেষ চারমাসে হিসেবে দেখা গেছে, এই ভৌগলিক সীমা‍নায় দ্রূততম ইন্টারনেট দক্ষিণ কোরিয়ায় (২৬.৭ এম বি/ সেকেন্ডে) আর ভারত (২.৮ এম বি/ সেকেন্ড) তালিকার একেবারে শেষে। সর্বোচ্চ স্পিড দেখলেও মাথা ঘুরে যাবে। দক্ষিণ কোরিয়া সর্বোচ্চ স্পিড ১৩৫.৭ এম বি প্রতি সেকেন্ডে, অন্যদিকে ভারতে সর্বোচ্চ স্পিড ২১.২ এম বি প্রতি সেকেন্ডে। ভোটে জিতেই মোদি বলেছিলেন, ভারতকে প্রযুক্তিগত দিক থেকে সেরা করে তুলবেন। ঘরে ঘরে পৌঁছে দেবেন ইন্টারনেট। সমীক্ষা জানাচ্ছে, ২০১৪ পর্যন্ত যা অবস্থা, তাতে সেই সাধ পূরণ হওয়া মুশকিল। সারা পৃথিবীর বিচারেও তাই ভারতের জুটেছে ১১৪ তম স্থান। এশিয়া হোক বা বিশ্ব ইন্টারনেটের গতিতে সেরা দক্ষিণ কোরিয়াই।

সূত্র: আজকাল


মন্তব্য