kalerkantho


ভালোবাসার মৃত্যু নেই, রয়েছে প্রমাণ

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৬ ২২:৩১ভালোবাসার মৃত্যু নেই, রয়েছে প্রমাণ

জন্ম আর মৃত্যু একে অপরের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে। এ এক কঠিন বাস্তব। জন্মালে মৃত্যুও ঘটবে। কথাটা সবারই জানা। তবুও মৃত্যু খুবই বেদনাদায়ক। কঠিন বাস্তবটা জানলেও প্রিয়জনের মৃত্যু আমাদের মনকে ভেঙে দেয়। তবু এমন কিছু প্রমাণ থাকে যা থেকে বোঝা যায়, ভালোবাসার মৃত্যু নেই।

যাঁরা আমাদের ছে়ড়ে বহুদূরে অজানা এক জগতে চলে গেছেন, তাঁদের আমরা কখনোই ভুলে যেতে পারি না। তাঁদের একেকটা মুহূর্তের স্মৃতি আমরা আঁকড়ে ধরে থাকি। বারবার মনে হয়, এই হয়তো সে আমার সামনে আসবে। একটা সমীক্ষায় দেখা গেছে, ১০ জনের মধ্যে ৬ জন মানুষ বিশ্বাস করেন, যে তাঁকে ছেড়ে চলে যাওয়া ব্যক্তিটি তাঁর কাছে ভালোবাসার টানে ফিরে আসে। সে তাঁকে অনুভবও করতে পারে। গবেষকেরা প্রসঙ্গে জানিয়েছেন, এটা নিছকই দৃষ্টিভ্রম। কারণ, যাঁর মৃত্যু ঘটে গেছে, সে কোনওদিনই ফিরে আসতে পারে না। তবু যেহেতু আমরা তার স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে পারি না এবং তার সম্পর্কে চিন্তা করতে করতেই আমাদের এই দৃষ্টিভ্রমগুলো হয়।

সূত্র: কলকাতা


মন্তব্য