kalerkantho


আর্থিক বিষয়ে যে ৬ মিথ্যা বহু মানুষকেই লাভবান করে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৬ ১৪:২২আর্থিক বিষয়ে যে ৬ মিথ্যা বহু মানুষকেই লাভবান করে

মিথ্যা বলা উচিত নয়, এ বিষয়টি অনেকেই মেনে চলেন। কিন্তু আর্থিক বিষয়ে মিথ্যা কথা বলে অনেক ব্যক্তিই লাভবান হয়ে থাকেন। এ লেখায় রয়েছে তেমন কিছু মিথ্যা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. বয়স নিয়ে মিথ্যা
নিজের বা শিশুর বয়স কমিয়ে বললে অনেক ক্ষেত্রেই আর্থিক সুবিধা পাওয়া যায়। যেমন কোনো কোনো রেস্টুরেন্ট শিশুদের জন্য বাড়তি সুবিধা রাখে।
২. অন্যের অ্যাকাউন্ট
নেটফ্লিক্স, প্যানডোরা, অ্যামাজন প্রাইম ইত্যাদি সার্ভিসের সাবক্রিপশন ফি কমানোর জন্য অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করেন অনেকেই।
৩. ধূমপান ও নেশা বিষয়ে
জীবন বিমা করার সময় ধূমপান করেন কি না, এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এ ক্ষেত্রে অনেক ধূমপায়ীই জীবন বিমা করার সময় ধূমপান বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ বিষয়ে মিথ্যাচার করেন।
৪. ক্রেডিট কার্ড নেওয়ার সময়
অনেকেই ক্রেডিট কার্ড নেওয়ার সময় আয়ের মিথ্যা তথ্য দেন। এ ছাড়া লোনের জন্যও আয়ের কথা বাড়িয়ে বলেন অনেকে।
৫. গাড়ির মাইলেজ
গাড়ির ইন্সুরেন্স করার সময় তা কত মাইল চলেছে সে বিষয়টি ইন্সুরেন্স কম্পানি জানতে চায়। ইন্সুরেন্সের ব্যয় কমানোর জন্য অনেকেই সে ক্ষেত্রে মিথ্যা তথ্য দেন।
৬. আয়করের ক্ষেত্রে
আয়করের হার কমানোর জন্য অনেকেই প্রকৃত আয়ের তথ্য গোপন করেন। এতে আয়করের অংক কমে যায়।


মন্তব্য