kalerkantho


ক্যানসারে ক্ষয়ে যাওয়া শিরদাঁড়া বাঁচিয়ে দেবে স্পঞ্জি পলিমার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৬ ০০:৪০ক্যানসারে ক্ষয়ে যাওয়া শিরদাঁড়া বাঁচিয়ে দেবে স্পঞ্জি পলিমার

ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডের চিকিত্‍‌সায় পরীক্ষামূলকভাবে স্পঞ্জি পলিমার প্রয়োগ করে আশাতীত সাফল্য পেলেন গবেষকরা। ক্যানসার আক্রান্তদের মধ্যে স্কেলেটাল মেটাস্টেসেস অনেক সময়েই দেখা যায়। সে ক্ষেত্রে মূল ক্যানসারের চিকিত্‍‌সার পাশাপাশি মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশের চিকিত্‍‌সারও প্রয়োজন হয়ে পড়ে। নতুন পদ্ধতিতে মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত ভার্টিব্রাকে সরিয়ে, সেখানে স্পঞ্জি পলিমার গ্রাফ্ট করা হয়। স্পঞ্জি হওয়ায় দেহরস শুষে ক্রমে তা বেড়ে নির্দিষ্ট আকার নেয়। ফলে, মেরুদণ্ডে ঠিকঠাকভাবে খাপ খেয়ে যায়।

এই গবেষক দলের অন্যতম মায়ো ক্লিনিকের গবেষক-চিকিত্‍‌সক লিচুন লু জানান, মেটাস্টেটিক স্পাইনাল টিউমারের চিকিত্‍‌সাই ছিল আমাদের লক্ষ্য। স্পঞ্জি পলিমার প্রয়োগ করে, আমরা সেই অভিষ্ট লক্ষ্যেই পৌঁছেছি।

লু জানান, এই স্পঞ্জি পলিমার গ্রাফ্টিং করে বসানোর কিছুক্ষণের মধ্যেই প্রয়োজনীয় আকার নিয়ে শূন্যস্থানটিকে ভরাট করে। এতে চিকিত্‍‌‍‌সা খরচও ব্যয়বহুল নয়। ফলে, রোগীর পরিবারের উপর আর্থিক চাপও কম পড়ে। রোগী দ্রুত সুস্থও হয়ে ওঠেন।
এবার 'এই সময়' আপনার মোবাইলে। এই পরিষেবা পেতে ডাউনলোড করুন ফ্রি মোবাইল অ্যাপ।
প্রতিটি তাজা আপডেট পেতে Ei Samay-এর ফেসবুক পেজ লাইক করুন।

সূত্র: এই সময়

 


মন্তব্য