kalerkantho


আয়রন ম্যান জাকারবার্গ

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ২১:৫৫আয়রন ম্যান জাকারবার্গ

ফেসবুকের নতুন অ্যাপ মাসকিউরাডে ব্যবহার করে ছবি পোস্ট করলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকে শেষ সংযোজন মাসকিউরেডা। এর সাহায্যে মুখের গড়ন পাল্টে, বেশ কয়েকরকম ফিল্টার ব্যবহার করে ছবি তোলা যাবে। ফলে কখনো আয়রন ম্যানের মুখোশ আবার কখনো ছবির দুই পাশে অস্কারের স্মারক জুড়ে দেওয়া যাবে ইচ্ছা মত। সেই পরিষেবার প্রচারেই ফেসবুকে নিজের প্রোফাইলে ছবি পোস্ট করলেন জাকারবার্গ। যেখানে আয়রন ম্যানের মুখোশ পড়ে জাকারকে দেখা যাচ্ছে। একথা সবাই জানে, যে জাকারবার্গ আয়রন ম্যান কমিকস ও সিনেমার অন্ধ ভক্ত। অনেকদিন আগে জানিয়েছিলেন, মাসকিউরাডের মত অ্যাপ তৈরি করে আয়রন ম্যানের মুখোশে নিজের ছবি পোস্ট করবেন তিনি। সেটাই হল, তবে একটু অন্যভাবে। ছবিতে মুখ বদল করার অ্যাপ হিসেবে নাম ছিল মাসকিউরাডের। এবার জাকারবার্গ কিনে নিলেন মাসকিউরাডে প্রস্তুতকারী সংস্থাকে। আজকের পর থেকে সারা পৃথিবীর ফেসবুক ব্যবহাকারী অ্যাপটি প্রয়োগ করে নিজের মুখের ছবি অদল বদল করতে পারবেন।

সূত্র: আজকাল


মন্তব্য