kalerkantho


নবজাতকের সঙ্কট খুঁজে বের করবে হু-এর নতুন নেটওয়ার্ক

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৬ ০০:৪৬নবজাতকের সঙ্কট খুঁজে বের করবে হু-এর নতুন নেটওয়ার্ক

সারা বিশ্বে সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে কোনো শারীরিক ত্রুটি আছে কি না তার নিয়মিত নজরদারি রাখার জন্যে একটি নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে।

নিউবর্ন অ্যান্ড বার্থ ডিফেক্ট সার্ভিলেন্স নেটওয়র্ক একটি ওয়েব বেসড নেটওয়ার্ক। শুরুতে মোট আটটি দেশের ১৫০টি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে এই নেটওয়ার্ক। ওয়র্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই উদ্যোগে সাহায্যের জন্যে এগিয়ে এসেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন।

হু-এর তথ্য অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় সব থেকে বেশি শিশু মৃত্যু হয় হৃদরোগের সমস্যা, নিউরাল টিউব ডিফেক্ট এবং ডাউন সিনড্রমের জন্যে। এমন তথ্যই দিয়েছেন হু-এর দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল হেড পুনম সিং ক্ষেত্রপাল।

এই উদ্যোগের পিছনে প্রধান কারণ হল, পৃথিবীতে ৩৩ জন সদ্যজাতের মধ্যে একজনের জন্মগত শারীরিক ত্রুটি থাকে। এর ফলে জন্মের প্রথম মাসেই সারা পৃথিবীতে মৃত্যু হয় প্রায় ২ লাখ ৭৬ হাজার শিশুর। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না, জন্মগত ত্রুটির কারণেই মৃত্যু হয়েছে। তাই শুরুতেই যাতে নবজাতকদের শারীরিক ত্রুটি চিহ্নিত করে তার দ্রুত চিকিত্‍‌সা শুরু করা যায়, তার জন্যেই এই পদক্ষেপ। সূত্র: এই সময়


মন্তব্য