kalerkantho

মশার রাজত্বে বাকৃবি

১৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমশার রাজত্বে বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দেশের অন্যতম ও সৌন্দর্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়। এখানে বর্তমানে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। সময়ের পরিবর্তনে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এর মধ্যে ক্যাম্পাসে মশার প্রাদুর্ভাব এক বড় আতঙ্কের নাম। পুরো ক্যাম্পাস এ সমস্যায় জর্জরিত। কিন্তু এর প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দিনের বেলায়ও মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাসে মশার রাজত্ব কায়েম হয়। এর ফলে শিক্ষার্থীরা ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ব্যাহত হচ্ছে। মশক নিধন নিয়ে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য মেনে নেওয়া যায় না। জরুরি ভিত্তিতে ক্যাম্পাসে মশা নিধনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে সবিনয় অনুরোধ জানাই।

মো. ইফতেখারুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য