kalerkantho

স্মৃতিসৌধে হিন্দি গান

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্মৃতিসৌধে হিন্দি গান

সম্প্রতি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের অকৃত্রিম ত্যাগের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের বেদিতে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান ও হিন্দি গানের তালে নৃত্য পরিবেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া চলছে। দেশের নানা স্থানে নির্মিত হয়েছে শহীদ মিনার, স্মৃতিসৌধসহ বিভিন্ন স্মৃতিমূলক স্তম্ভ। এসব স্মৃতিময় স্থাপনা আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। গত ২ মার্চ স্মৃতিসৌধের বেদিতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে হিন্দি গান পরিবেশন করা হয় এবং গানের তালে নৃত্য পরিবেশনও চলে। আবার দুপুরের দিকে অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করতে আসা নবনিযুক্ত একজন শিক্ষক জুতা পরেই বেদিতে গান পরিবেশন করতে ওঠেন। শিক্ষার্থীদের অনুরোধে তিনি জুতা খোলেন। ইদানীং স্মৃতিসৌধ পরিণত হয়েছে প্রেমিক যুগলের অভয়ারণ্যে। বিশেষ দিনে জুতা-স্যান্ডেল পরে যাতে উঠতে না পারে সে জন্য কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

মো. আখতার হোসেন আজাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্য