kalerkantho

জাতির পিতার ছবির মর্যাদা রক্ষা

১০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির পিতার ছবির মর্যাদা রক্ষা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যেনতেনভাবে ব্যবহার করে সঠিক অমর্যাদা করা হচ্ছে। অনেক দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও জাতীয় অনুষ্ঠানাদি ও অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার হয়ে থাকে।

কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বঙ্গবন্ধুর ছবি মাটিতে পড়ে থাকে, ধুলায় লুটায়। এমনকি পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পথচারীর অবচেতনে পায়ের তলায় পদদলিত হয়। এটি অত্যন্ত দুঃখজনক। যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কিংবা ছবিতে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানাদিতে ফুল বা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাচিত্তে সম্মান জানাই, সেই ছবি অবহেলা, অযত্ন ও অসচেতনতার কারণে ধুলায় লুটিয়ে পদদলিত হবে, এমনটা সহজে মেনে নেওয়া যায় না। সামনের দিনগুলোতে যে কেউ প্রচারকাজে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি ব্যবহারে দায়িত্বশীল হয়ে নিয়ম-নীতি পালন করে চললে বঙ্গবন্ধুর ছবির মর্যাদা রক্ষা পাবে এবং জাতির ভাবমূর্তিও সমুন্নত থাকবে।

জাহাঙ্গীর কবির

চরসেনসাস, সখীপুর, শরীয়তপুর।

মন্তব্য