kalerkantho

নদী বাঁচান

২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রামীণ পরিবহন ব্যবস্থার একটা বড় অংশ ছিল নদীপথ। নদী এ দেশের কৃষিব্যবস্থাকেই শুধু বাঁচিয়ে রাখেনি, নদ-নদীর মাছ আমাদের প্রোটিনের চাহিদা পূরণের প্রধান উৎস হিসেবেও বিবেচিত হতো। আমাদের নদীগুলো হারিয়ে যাচ্ছে। শাখা নদী ও খাল-বিলে এখন পানি নেই। বেশির ভাগ ক্ষেত্রে চর পড়ে গেছে, অনেক স্থানে নদী ও খাল ভরাট করে মানুষ চাষাবাদ করছে। এতে বন্যার ভয়াবহতা বাড়ছে। বাড়িঘর, গবাদি পশু ও সহায়-সম্পত্তির ক্ষতি হচ্ছে। আবার শুকনা মৌসুমে সেচের পানির সংকট সৃষ্টি হচ্ছে। নদী-নালা, খাল-বিল ও হাওরে পর্যাপ্ত পানি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। নদী রক্ষায় উদ্যোগ নেওয়া দরকার।

আমিনুল ইসলাম, মাদারীপুর।

মন্তব্য