kalerkantho


বৃক্ষ রোপণ করুন

২৭ আগস্ট, ২০১৮ ০০:০০বৃক্ষ রোপণ করুন

এখনই বৃক্ষরোপণের উত্তম সময়। চারদিকে বিভিন্ন সংগঠন ও এনজিও শুরু করেছে বৃক্ষরোপণ অভিযান। এ সময় বৃক্ষ রোপণ করলে অতিরিক্ত পরিচর্যা এবং সেচও লাগে না। গাছগুলো দ্রুত বেড়ে ওঠে। বিভিন্ন ধরনের গাছের চারা যেমন—আম, জাম, কাঁঠাল, কলা, তাল, লিচু, জামরুল, পেয়ারা, নারিকেল, আমলকী, কামরাঙা, জলপাই, আঙুর, বেদানা, মেহগনি, সেগুন, শিশু, অশ্বত্থ, বট, জারুল, হিজল, বাতাবিলেবু ইত্যাদি লাগানো যেতে পারে। এ ছাড়া বিভিন্ন ধরনের ফুলের চারা যেমন—গোলাপ, জবা, রজনীগন্ধা, টাইমফুল লাগানো যেতে পারে বাড়ির আঙিনায় কিংবা ছাদের ওপর মাটির টবে। পর্যাপ্ত পানি, আলো-বাতাস পাওয়ার ফলে অন্য যেকোনো সময়ের থেকে গাছের চারাগুলো বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি। বৃক্ষ আমাদের পরম বন্ধু হিসেবে যেমন অক্সিজেন দেয়, বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ আমাদের আসবাবপত্র তৈরিতে সাহায্য করে এবং জ্বালানি কাঠের চাহিদা পূরণ করে। ফুলের গাছগুলো গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে। আসুন আমরা সবাই এই বর্ষার মৌসুমে বৃক্ষ রোপণ করি।

 

মো. ওসমান গনি শুভ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।মন্তব্য