kalerkantho


টিউবওয়েল চালু করুন

৪ অক্টোবর, ২০১৭ ০০:০০সিলেট জেলার বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় ‘আয়রন আর্সেনিক রিমুভার প্রজেক্ট’-এর অধীনে ১৩৯টি টিউবওয়েল প্রায় ১৭ মাস আগে স্থাপন করা হয়। কিন্তু আজ পর্যন্ত টিউবওয়েলগুলো পুরোদমে চালু হয়নি। এই প্রকল্পের বেশির ভাগ টিউবওয়েলে পানি ওঠে না; আবার কিছু টিউবওয়েলের ট্যাংকি লিক থাকায় এ প্রকল্পের উদ্দেশ্য সফল হচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্টরা পরস্পরকে দোষারোপ করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আবেদন করছি, টিউবওয়েলগুলো অতি দ্রুত চালু করে ভুক্তভোগীদের কষ্ট লাঘব করুন।

সুমন খান, ওসমানীনগর, সিলেট।মন্তব্য